সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সার্ভার হ্যাকে তেমন ক্ষতি হয়নি

নিজস্ব প্রতিবেদক

সার্ভার হ্যাকে তেমন ক্ষতি হয়নি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমানের ইমেইল সার্ভার হ্যাক হলেও তাতে তেমন ক্ষতি হয়নি।            বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইমেইল সার্ভার হ্যাক করা চক্র মুক্তিপণও চায়নি। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘মুজিবের বাংলাদেশ’ শীর্ষক স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত ১৭ মার্চ রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ই-মেইল সার্ভার হ্যাক হয়। সেদিন বেলা সোয়া ২টার দিকে সার্ভার নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকাররা বিমানকে নিজেদের দাবির কথা জানায়। বিমানের কাছে হ্যাকারদের পাঁচ মিলিয়ন ডলার দাবি প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, হ্যাকাররা টাকা দাবি করেছে বলে যে কথা ওঠে তা সঠিক নয়। এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। এ বিষয়ে বিমান আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। টাকা দাবি করার ঘটনা ভিত্তিহীন।

হ্যাকাররা বেশি ক্ষতি করতে পারেনি জানিয়ে মাহবুব আলী আরও বলেন, হ্যাকাররা ফায়ারওয়ালের ভিতরে প্রবেশ করতে পারেনি। এ কারণে তারা ক্ষতিও বেশি করতে পারেনি। তারা তেমন কোনো তথ্য নিতে পারেনি। সাইবার হামলা হলে যা কিছু করতে হয়, তা বিমানের পক্ষ থেকে করা হয়েছে। জিডি করা হয়েছে, সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর