ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাদিহিতার মুখোমুখি দাঁড় করানো হবে। রাশিয়ার সব হত্যাকারীকে বিচারের মুখোমুখি করা হবে। শতভাগভাবেই করা হবে। আমরা এটার নিশ্চয়তা দিচ্ছি। আমরা এর উপায় খুঁজে বের করব।’ বুচা ‘গণহত্যা’র বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে জেলেনস্কি এ কথা বলেন। সূত্র : বিবিসি। জেলেনস্কি বলেন, ‘আমি বুচার হত্যাকান্ডের বিচার করতে সব কিছু করব। সব রাশিয়ান হত্যাকারী, সন্ত্রাসীদের সব অপরাধের বিচার করতে চাই আমরা।’ প্রসঙ্গত, ইউক্রেনের দাবি, বুচার আশপাশের এলাকায় ১৪ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে রাশিয়ান সেনারা। এদিকে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির চেয়ারে বসায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি। এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলা রাশিয়ার নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়াকে ?‘এপ্রিল ফুলের সবচেয়ে বড় কৌতুক’ বলে আখ্যা দেন। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে। সেই হিসাবে এবার দায়িত্ব পড়েছে রাশিয়ার ওপর। সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেছিল রাশিয়া। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।