শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সিটি নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিটি নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে না পুলিশ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন সিটি নির্বাচন নিয়ে পুলিশ কোনো চ্যালেঞ্জ দেখছে না। সিলেটে গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। তিন দিনের সফরে বৃহস্পতিবার সস্ত্রীক সিলেটে আসেন আইজিপি।

আইজিপি বলেন, ‘এর আগেও আমরা অনেক নির্বাচন করেছি। নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা, প্রশিক্ষণ পুলিশের আছে। সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না। নির্বাচনের সময় ইলেকশন কমিশন যে দায়িত্ব দেবে পুলিশ তা পালন করবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের প্রস্তুতি থাকবে।’

আইজিপি পরে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার পারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। আজ জেলা পুলিশ লাইনসে কর্মরত অফিসারদের সঙ্গে মতবিনিময়, নির্মাণাধীন ৭ এপিবিএন ও আরআরএফ পরিদর্শন করার কথা আইজিপির।

সর্বশেষ খবর