বরিশালসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনকে আসন্ন জাতীয় নির্বাচনের রিহার্সেল উল্লেখ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেছেন, এটা শুধু সিটি নির্বাচন নয়। এটা শুধু খোকন সেরনিয়াবাতের নির্বাচন নয়। এ নির্বাচন জাতীয় নির্বাচনের রিহার্সেল। বরিশাল নগরীর সার্কিট হাউসের সামনে গতকাল আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক মুখথুবড়ে পড়া বরিশালের আধুনিকায়ন চাইলে নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার আহ্বান জানান। সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বরিশালে খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে হবে। নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বলেন, নৌকা বিজয়ী হলে বরিশালকে তিলোত্তিমা নগরীতে পরিণত করা হবে। অ্যাডভোকেট আফজালুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্য এক অনুষ্ঠানে জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, মানুষের মনে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় কাটেনি। সংশয় কাটাতে সিটি নির্বাচনে সেনা মোতায়েন, ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোটের দাবি জানান তিনি।