ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিতে গিয়ে হামলার শিকার হয়েছে ছাত্রদল। এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে ছাত্রদল বলেছে, তাদের দুই নেতা আহত হয়েছেন। গতকাল ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে কার্জন হলের পেছনের ফটক দিয়ে বের হওয়া শিক্ষার্থীদের ফুল ও কলম উপহার দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে তারা ফিরে যাওয়ার পথে হাই কোর্ট মোড়ে ঢাবি ছাত্রলীগের একদল নেতা-কর্মী অতর্কিত হামলা চালায় বলে দাবি করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল। তিনি বলেন, ‘আমরা এ বছরও শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নিচ্ছিলাম। সেখান থেকে ফেরার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালালে সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ তালুকদার সাব্বির ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ আহত হন।’ এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাযহারুল কবির শয়ন বলেন, ‘আমরা জানতে পেরেছি অভ্যন্তরীণ কোন্দল থেকে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা আজকে শিক্ষার্থীদের সহায়তা কেন্দ্রে ব্যস্ত ছিল। তাদের হামলা করার কোনো প্রশ্নই ওঠে না।’