বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়া আর গণতন্ত্র একে অন্যের সম্পূরক। গণতন্ত্রের অর্থই হচ্ছে খালেদা জিয়া। শুধু গণতন্ত্রের জন্য সংগ্রাম করার কারণে মিথ্যা-বানোয়াট মামলায় ফরমায়েশি রায় দিয়ে আজকে দেশনেত্রীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে যত তাড়াতাড়ি বিদায় করা যায়, দেশ ও জনগণের তত মঙ্গল। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক, ফজলুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ।