রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

গণতন্ত্র মঞ্চ ছাড়ার ঘোষণা নূরের গণ অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বাধীন সংগঠন গণঅধিকার পরিষদ। গতকাল রাতে দলটির এক নীতিনির্ধারণী সভায় এই সিদ্ধান্ত হয়। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, চলমান আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আরও সক্রিয় ভূমিকা নেওয়া। মূলত, আমরা শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছি, যেটা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আর পূর্বের কিছু অসন্তোষ এবং ক্ষোভ ছিল গণতন্ত্র মঞ্চের সঙ্গে। তবে সেই বিষয়টি এখন বলে তিক্ততা সৃষ্টি করতে চাই না। বিশেষ করে যারা সরকারবিরোধী আন্দোলনে এখন রাজপথে আছে সবার প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা আছে।

বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করে পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, ‘আগে গণতন্ত্র মঞ্চের কয়েকটি প্রোগ্রামে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। এ ছাড়া গণতন্ত্র মঞ্চে বাম ঘরানার আধিপত্য। আমরা ডান-বামে বিশ্বাস করি না। আমরা চেয়েছিলাম এ জোটে সবার সমন্বয় থাকবে, যেটা হয়নি। তাই গণঅধিকার পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। গণঅধিকার পরিষদ এখন থেকে স্বতন্ত্রভাবে যুগপৎ আন্দোলনে শামিল হবে।’ উল্লেখ্য, ২০২২ সালের ৮ আগস্ট জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশের ঘটে। গণতন্ত্র মঞ্চের সাতটি দল হলো- আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, রফিকুল ইসলাম বাবলুর ভাসানী অনুসারী পরিষদ ও হাসনাত কাইয়ুমের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার আন্দোলন। জানা গেছে, গণতন্ত্র মঞ্চের পথচলার শুরু থেকেই নানা বিষয় নিয়ে গণঅধিকার পরিষদের মতবিরোধ চলে আসছিল। গণঅধিকার পরিষদ বের হয়ে যাওয়ায় এখন গণতন্ত্র মঞ্চে ছয়টি দল অবশিষ্ট থাকল।

সর্বশেষ খবর