সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা

কণ্ঠরোধে কালাকানুন

নিজস্ব প্রতিবেদক

কণ্ঠরোধে কালাকানুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মানুষের কণ্ঠরোধ করতে সরকার একের পর এক কালাকানুন করছে। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে কারও কণ্ঠ রোধ করা যায় না। সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতা তার বক্তব্য যাতে প্রকাশ না হয় সে জন্য আইন করেছে। গতকাল শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটি গঠন উপলক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপস্থিত ছিলেন মীর সরফত আলী সপু, আবদুর রহিম, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, কাজী কামাল উদ্দিন আহমেদ, বাঁধন মিঞা, মো. শাহ আলম, কে এম সোহেল রানা, আমির হোসেন, মো. বাকী বিল্লাহ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর