শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

দুর্নীতি ও অদক্ষতায় ব্যবসা-বাণিজ্য ধ্বংসপ্রায়

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও অদক্ষতায় ব্যবসা-বাণিজ্য ধ্বংসপ্রায়

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দুর্নীতি ও অদক্ষতায় দেশের ব্যবসা-বাণিজ্য আজ ধ্বংসপ্রায়। দেশের বর্তমান আর্থিক ব্যবস্থার যে ভয়াবহ অবস্থা তা ভীতিকর। ডলার সংকটে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কিত। রাষ্ট্রীয় কর-শুল্ক আদায়ের বাইরে বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ উৎকোচ দিতে হয়, তাতে তাদের আর ব্যবসা করার সুযোগ থাকে না। গতকাল রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলনের ব্যবসায়ী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, খন্দকার গোলাম মাওলা, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক মাহবুবুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

পীর চরমোনাই বলেন, সরকারের ভুল বাণিজ্যনীতির কারণে দেশের শিল্প খাত বিকশিত হচ্ছে না। এ বাস্তবতায় দেশের শিল্প, কর্মসংস্থান ও আর্থিক সংকট দূর করে দেশে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আসন্ন সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনে দক্ষ, যোগ্য প্রার্থী বাছাই করতে এবং দেশ, জাতি ও ইসলাম উদ্ধৃত নীতির প্রয়োগ ঘটাতে হবে।

 

সর্বশেষ খবর