শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

সিসি ক্যামেরার জন্য অনিয়মে ভয়

নিজস্ব প্রতিবেদক

সিসি ক্যামেরার জন্য অনিয়মে ভয়

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরার জন্য অনেকেই অনিয়ম করতে ভয় পেয়েছে, এটাই আমাদের সফলতা। দুয়েকটি কেন্দ্রে এজেন্ট প্রভাবিত করার চেষ্টা করার বিষয় কমিশনের দৃষ্টি আকর্ষণ হয়েছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি কেন্দ্রে এজেন্টরা ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করেছিল, তাদের আটক করা হয়েছে। তিনি বলেন, আমাদের নজরে অন্যান্য কেন্দ্রে অনিয়মের তথ্য আসেনি। যেটা নজরে এসেছে সেখানে ব্যবস্থা নিয়েছি। ৪ হাজারের বেশি সিসি ক্যামেরা। একবারে সব দেখা সম্ভব নয়। সব অপরাধীকে একসঙ্গে হয়তো ধরা যাবে না, যাকে দেখা যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যে উদ্যোগটা, যে সিসি ক্যামেরার জন্য অনেকেই অনিয়ম করতে ভয় পেয়েছে, এটাই আমাদের সফলতা। গতকাল গাজীপুর সিটি নির্বাচন শেষে ঢাকার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সর্বশেষ খবর