রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেছেন, ঢাকা শহরটা পরিকল্পিত হোক, বসবাসযোগ্য হোক সেটা আমাদের সবার কাম্য। সব উন্নয়ন কাজ বন্ধ করে পরিকল্পিত শহর করা সম্ভব নয়। সংশোধিত ড্যাপের মাধ্যমে একটা পরিকল্পিত শহর গড়ে উঠবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রিহ্যাব সভাপতি বলেন, ড্যাপ নিয়ে অনেকেই নেতিবাচক প্রচার চালাচ্ছে। ব্যবসায়ীদের চাপের মুখে ড্যাপ সংশোধনের অপপ্রচার অনেকে চালাচ্ছে। এটা মোটেও ঠিক নয়। সরকার কোনো চাপে এটা করেনি। দেশের বৃহত্তর স্বার্থে সরকার এটি করেছে। এই শহরের বাস্তব সমস্যাগুলো আমরা সরকারের বিভিন্ন মহলে তুলে ধরেছি। সরকার বিষয়টি উপলব্ধি করে বাস্তবসম্মত ও সময়োপযোগী সংশোধনী এনেছেন। এখানে চাপের কিছু নেই। যারা এটাকে নেগেটিভ প্রচার করছে আমরা তাদের উদ্দেশ্য জানি, বুঝি। আমাদের দাবিগুলো উপলব্ধি করে ড্যাপ সংশোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের রিহ্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রিহ্যাব সভাপতি বলেন, এই শহর অনেক পুরনো এবং এর উন্নয়ন কাজও অনেক বছর আগে শুরু হয়েছে। ঢাকার পরিধি আগেই বাড়ানো উচিত ছিল, সেটা বাড়ানো যায়নি। ঢাকার বাইরে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি সুযোগ-সুবিধা সরকার বাড়াতে পারলে ঢাকার পরিধিও বাড়বে। পরিধি বাড়ালে আপনা-আপনি সেখানে বসতি গড়ে উঠবে। সেই বসতিটা যেন পরিকল্পিত থাকে সে ব্যাপারে রাজউকের নজরদারি রাখতে হবে। ফ্লোর এরিয়া রেশিও (ফার) পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন, যেখানে বাড়ানোর মতো পরিস্থিতি আছে সেখানেই বাড়ানো হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই।
শিরোনাম
- রুশ তেল ক্রয় বন্ধ ও চীনের উপর চাপ বাড়াতে ইউরোপকে ট্রাম্পের আহ্বান
- চিলিকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ব্রাজিল
- ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান
- দেশের মাটিতে বিদায়ী ম্যাচে মেসির জোড়া গোল, সহজ জয় আর্জেন্টিনার
- টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
- পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
- নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
- নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : আবদুল কাদির
- নেপালে ফেসবুকসহ একাধিক সোশ্যাল মিডিয়া বন্ধের ঘোষণা
- গতি নেই বাজেট বাস্তবায়নে
- খুলনার রূপসায় যুবককে গুলি করে হত্যা
- তিন দাবিতে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
- নারী নির্মাতাদের চলচ্চিত্রে দুইদিনের উৎসব
- রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটজন গ্রেফতার
- হজের নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর: ধর্ম মন্ত্রণালয়
- বিপুল ভোটে জিতে কোয়াবের নতুন সভাপতি মিঠুন
- ‘সুপারম্যান’-এর সিক্যুয়েল: মুক্তি ২০২৭ সালে
- আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
- মারা গেছেন ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি
- ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন
পরিকল্পিত শহর গড়ে উঠবে সংশোধিত ড্যাপেই
আলমগীর শামসুল আলামিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর