রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেছেন, ঢাকা শহরটা পরিকল্পিত হোক, বসবাসযোগ্য হোক সেটা আমাদের সবার কাম্য। সব উন্নয়ন কাজ বন্ধ করে পরিকল্পিত শহর করা সম্ভব নয়। সংশোধিত ড্যাপের মাধ্যমে একটা পরিকল্পিত শহর গড়ে উঠবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রিহ্যাব সভাপতি বলেন, ড্যাপ নিয়ে অনেকেই নেতিবাচক প্রচার চালাচ্ছে। ব্যবসায়ীদের চাপের মুখে ড্যাপ সংশোধনের অপপ্রচার অনেকে চালাচ্ছে। এটা মোটেও ঠিক নয়। সরকার কোনো চাপে এটা করেনি। দেশের বৃহত্তর স্বার্থে সরকার এটি করেছে। এই শহরের বাস্তব সমস্যাগুলো আমরা সরকারের বিভিন্ন মহলে তুলে ধরেছি। সরকার বিষয়টি উপলব্ধি করে বাস্তবসম্মত ও সময়োপযোগী সংশোধনী এনেছেন। এখানে চাপের কিছু নেই। যারা এটাকে নেগেটিভ প্রচার করছে আমরা তাদের উদ্দেশ্য জানি, বুঝি। আমাদের দাবিগুলো উপলব্ধি করে ড্যাপ সংশোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের রিহ্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রিহ্যাব সভাপতি বলেন, এই শহর অনেক পুরনো এবং এর উন্নয়ন কাজও অনেক বছর আগে শুরু হয়েছে। ঢাকার পরিধি আগেই বাড়ানো উচিত ছিল, সেটা বাড়ানো যায়নি। ঢাকার বাইরে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি সুযোগ-সুবিধা সরকার বাড়াতে পারলে ঢাকার পরিধিও বাড়বে। পরিধি বাড়ালে আপনা-আপনি সেখানে বসতি গড়ে উঠবে। সেই বসতিটা যেন পরিকল্পিত থাকে সে ব্যাপারে রাজউকের নজরদারি রাখতে হবে। ফ্লোর এরিয়া রেশিও (ফার) পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন, যেখানে বাড়ানোর মতো পরিস্থিতি আছে সেখানেই বাড়ানো হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই।
শিরোনাম
- লঙ্কানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল পাকিস্তান
- হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ