রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেছেন, ঢাকা শহরটা পরিকল্পিত হোক, বসবাসযোগ্য হোক সেটা আমাদের সবার কাম্য। সব উন্নয়ন কাজ বন্ধ করে পরিকল্পিত শহর করা সম্ভব নয়। সংশোধিত ড্যাপের মাধ্যমে একটা পরিকল্পিত শহর গড়ে উঠবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রিহ্যাব সভাপতি বলেন, ড্যাপ নিয়ে অনেকেই নেতিবাচক প্রচার চালাচ্ছে। ব্যবসায়ীদের চাপের মুখে ড্যাপ সংশোধনের অপপ্রচার অনেকে চালাচ্ছে। এটা মোটেও ঠিক নয়। সরকার কোনো চাপে এটা করেনি। দেশের বৃহত্তর স্বার্থে সরকার এটি করেছে। এই শহরের বাস্তব সমস্যাগুলো আমরা সরকারের বিভিন্ন মহলে তুলে ধরেছি। সরকার বিষয়টি উপলব্ধি করে বাস্তবসম্মত ও সময়োপযোগী সংশোধনী এনেছেন। এখানে চাপের কিছু নেই। যারা এটাকে নেগেটিভ প্রচার করছে আমরা তাদের উদ্দেশ্য জানি, বুঝি। আমাদের দাবিগুলো উপলব্ধি করে ড্যাপ সংশোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের রিহ্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রিহ্যাব সভাপতি বলেন, এই শহর অনেক পুরনো এবং এর উন্নয়ন কাজও অনেক বছর আগে শুরু হয়েছে। ঢাকার পরিধি আগেই বাড়ানো উচিত ছিল, সেটা বাড়ানো যায়নি। ঢাকার বাইরে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি সুযোগ-সুবিধা সরকার বাড়াতে পারলে ঢাকার পরিধিও বাড়বে। পরিধি বাড়ালে আপনা-আপনি সেখানে বসতি গড়ে উঠবে। সেই বসতিটা যেন পরিকল্পিত থাকে সে ব্যাপারে রাজউকের নজরদারি রাখতে হবে। ফ্লোর এরিয়া রেশিও (ফার) পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন, যেখানে বাড়ানোর মতো পরিস্থিতি আছে সেখানেই বাড়ানো হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই।
শিরোনাম
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
পরিকল্পিত শহর গড়ে উঠবে সংশোধিত ড্যাপেই
আলমগীর শামসুল আলামিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর