আগামীতেও আমরা শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে পারব। অতীতেও এসব বিষয়ে আমরা সফল হয়েছি। বিশেষ করে সাভারের রানা প্লাজা ধ্বংসের পর শ্রম খাতে অনেক উন্নতি হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশে’র (আইবিএফবি) সভাপতি হুমায়ুন রশীদ এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডাম সই করার পর তাদের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কেউ শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে গেলে প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা করেন। বাংলাদেশও মার্কিন এই নীতির লক্ষ্যবস্তু হতে পারে বলে ওয়াশিংটনের বাংলাদেশের দূতাবাস যে সতর্ক বার্তা পাঠিয়েছে এ বিষয়ে কথা বলছিলেন তিনি। আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদ বাংলাদেশের ‘এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডে’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের সরকার এবং বেসরকারি খাতকে যৌথভাবে আলোচনা করতে হবে। আমাদের সবাইকে কূটনৈতিকভাবে এক সঙ্গে কাজ করতে হবে। শ্রমনীতিসহ অন্য বিষয়গুলোতে আমাদের যে প্রতিশ্রুতি আছে, কালে কালে এটাকে ক্রমান্বয়ে উন্নত করা যাবে। আইবিএফবি সভাপতি আরও বলেন, আমাদের যেসব প্রতিশ্রতি আছে, আইন, বিধি ও নীতিমালার আলোকে কারখানার স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ সন্তোষজনক অবস্থায় বজায় রাখা এবং কারখানায় নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা যাতে আইন ও নীতিমালার আলোকে সব ধরনের ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা ভোগ করতে পারে, তা নিশ্চিত করা; এক্ষেত্রে অতীতে আমরা সাফল্য দেখিয়েছি। বিশেষ করে রানা প্লাজা ধ্বংসের পর আমাদের অনেক বেশি উন্নতি হয়েছে। সময়ের পরিবর্তনে আমরা এটাকে আরও উন্নয়ন করতে পারব।
শিরোনাম
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
শ্রম খাতে অনেক উন্নতি হয়েছে
হুমায়ুন রশীদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর