আগামীতেও আমরা শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে পারব। অতীতেও এসব বিষয়ে আমরা সফল হয়েছি। বিশেষ করে সাভারের রানা প্লাজা ধ্বংসের পর শ্রম খাতে অনেক উন্নতি হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশে’র (আইবিএফবি) সভাপতি হুমায়ুন রশীদ এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডাম সই করার পর তাদের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কেউ শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে গেলে প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা করেন। বাংলাদেশও মার্কিন এই নীতির লক্ষ্যবস্তু হতে পারে বলে ওয়াশিংটনের বাংলাদেশের দূতাবাস যে সতর্ক বার্তা পাঠিয়েছে এ বিষয়ে কথা বলছিলেন তিনি। আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদ বাংলাদেশের ‘এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডে’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের সরকার এবং বেসরকারি খাতকে যৌথভাবে আলোচনা করতে হবে। আমাদের সবাইকে কূটনৈতিকভাবে এক সঙ্গে কাজ করতে হবে। শ্রমনীতিসহ অন্য বিষয়গুলোতে আমাদের যে প্রতিশ্রুতি আছে, কালে কালে এটাকে ক্রমান্বয়ে উন্নত করা যাবে। আইবিএফবি সভাপতি আরও বলেন, আমাদের যেসব প্রতিশ্রতি আছে, আইন, বিধি ও নীতিমালার আলোকে কারখানার স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ সন্তোষজনক অবস্থায় বজায় রাখা এবং কারখানায় নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা যাতে আইন ও নীতিমালার আলোকে সব ধরনের ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা ভোগ করতে পারে, তা নিশ্চিত করা; এক্ষেত্রে অতীতে আমরা সাফল্য দেখিয়েছি। বিশেষ করে রানা প্লাজা ধ্বংসের পর আমাদের অনেক বেশি উন্নতি হয়েছে। সময়ের পরিবর্তনে আমরা এটাকে আরও উন্নয়ন করতে পারব।
শিরোনাম
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা