আগামীতেও আমরা শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে পারব। অতীতেও এসব বিষয়ে আমরা সফল হয়েছি। বিশেষ করে সাভারের রানা প্লাজা ধ্বংসের পর শ্রম খাতে অনেক উন্নতি হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশে’র (আইবিএফবি) সভাপতি হুমায়ুন রশীদ এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডাম সই করার পর তাদের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কেউ শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে গেলে প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা করেন। বাংলাদেশও মার্কিন এই নীতির লক্ষ্যবস্তু হতে পারে বলে ওয়াশিংটনের বাংলাদেশের দূতাবাস যে সতর্ক বার্তা পাঠিয়েছে এ বিষয়ে কথা বলছিলেন তিনি। আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদ বাংলাদেশের ‘এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডে’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের সরকার এবং বেসরকারি খাতকে যৌথভাবে আলোচনা করতে হবে। আমাদের সবাইকে কূটনৈতিকভাবে এক সঙ্গে কাজ করতে হবে। শ্রমনীতিসহ অন্য বিষয়গুলোতে আমাদের যে প্রতিশ্রুতি আছে, কালে কালে এটাকে ক্রমান্বয়ে উন্নত করা যাবে। আইবিএফবি সভাপতি আরও বলেন, আমাদের যেসব প্রতিশ্রতি আছে, আইন, বিধি ও নীতিমালার আলোকে কারখানার স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ সন্তোষজনক অবস্থায় বজায় রাখা এবং কারখানায় নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা যাতে আইন ও নীতিমালার আলোকে সব ধরনের ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা ভোগ করতে পারে, তা নিশ্চিত করা; এক্ষেত্রে অতীতে আমরা সাফল্য দেখিয়েছি। বিশেষ করে রানা প্লাজা ধ্বংসের পর আমাদের অনেক বেশি উন্নতি হয়েছে। সময়ের পরিবর্তনে আমরা এটাকে আরও উন্নয়ন করতে পারব।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
শ্রম খাতে অনেক উন্নতি হয়েছে
হুমায়ুন রশীদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর