আগামীতেও আমরা শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে পারব। অতীতেও এসব বিষয়ে আমরা সফল হয়েছি। বিশেষ করে সাভারের রানা প্লাজা ধ্বংসের পর শ্রম খাতে অনেক উন্নতি হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশে’র (আইবিএফবি) সভাপতি হুমায়ুন রশীদ এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডাম সই করার পর তাদের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কেউ শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে গেলে প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা করেন। বাংলাদেশও মার্কিন এই নীতির লক্ষ্যবস্তু হতে পারে বলে ওয়াশিংটনের বাংলাদেশের দূতাবাস যে সতর্ক বার্তা পাঠিয়েছে এ বিষয়ে কথা বলছিলেন তিনি। আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদ বাংলাদেশের ‘এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডে’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের সরকার এবং বেসরকারি খাতকে যৌথভাবে আলোচনা করতে হবে। আমাদের সবাইকে কূটনৈতিকভাবে এক সঙ্গে কাজ করতে হবে। শ্রমনীতিসহ অন্য বিষয়গুলোতে আমাদের যে প্রতিশ্রুতি আছে, কালে কালে এটাকে ক্রমান্বয়ে উন্নত করা যাবে। আইবিএফবি সভাপতি আরও বলেন, আমাদের যেসব প্রতিশ্রতি আছে, আইন, বিধি ও নীতিমালার আলোকে কারখানার স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ সন্তোষজনক অবস্থায় বজায় রাখা এবং কারখানায় নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা যাতে আইন ও নীতিমালার আলোকে সব ধরনের ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা ভোগ করতে পারে, তা নিশ্চিত করা; এক্ষেত্রে অতীতে আমরা সাফল্য দেখিয়েছি। বিশেষ করে রানা প্লাজা ধ্বংসের পর আমাদের অনেক বেশি উন্নতি হয়েছে। সময়ের পরিবর্তনে আমরা এটাকে আরও উন্নয়ন করতে পারব।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
শ্রম খাতে অনেক উন্নতি হয়েছে
হুমায়ুন রশীদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর