আগামীতেও আমরা শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে পারব। অতীতেও এসব বিষয়ে আমরা সফল হয়েছি। বিশেষ করে সাভারের রানা প্লাজা ধ্বংসের পর শ্রম খাতে অনেক উন্নতি হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশে’র (আইবিএফবি) সভাপতি হুমায়ুন রশীদ এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডাম সই করার পর তাদের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কেউ শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে গেলে প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা করেন। বাংলাদেশও মার্কিন এই নীতির লক্ষ্যবস্তু হতে পারে বলে ওয়াশিংটনের বাংলাদেশের দূতাবাস যে সতর্ক বার্তা পাঠিয়েছে এ বিষয়ে কথা বলছিলেন তিনি। আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদ বাংলাদেশের ‘এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডে’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের সরকার এবং বেসরকারি খাতকে যৌথভাবে আলোচনা করতে হবে। আমাদের সবাইকে কূটনৈতিকভাবে এক সঙ্গে কাজ করতে হবে। শ্রমনীতিসহ অন্য বিষয়গুলোতে আমাদের যে প্রতিশ্রুতি আছে, কালে কালে এটাকে ক্রমান্বয়ে উন্নত করা যাবে। আইবিএফবি সভাপতি আরও বলেন, আমাদের যেসব প্রতিশ্রতি আছে, আইন, বিধি ও নীতিমালার আলোকে কারখানার স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ সন্তোষজনক অবস্থায় বজায় রাখা এবং কারখানায় নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা যাতে আইন ও নীতিমালার আলোকে সব ধরনের ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা ভোগ করতে পারে, তা নিশ্চিত করা; এক্ষেত্রে অতীতে আমরা সাফল্য দেখিয়েছি। বিশেষ করে রানা প্লাজা ধ্বংসের পর আমাদের অনেক বেশি উন্নতি হয়েছে। সময়ের পরিবর্তনে আমরা এটাকে আরও উন্নয়ন করতে পারব।
শিরোনাম
- সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২