নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল থেকে দুটি ট্রাকে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এ সময় থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লার পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় এ মশাল মিছিল ও ট্রাক দুটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, রাতে পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় মশাল মিছিলসহ রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তায় অগ্নিসংযোগসহ দুটি ট্রাকে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহামুদকে আটক করে। এ ঘটনায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেকের নামে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে একদল দুর্বৃত্ত পেট্রল ঢেলে কাভার্ড ভ্যানটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। কাভার্ড ভ্যানটি কয়েকদিন যাবত ওই এলাকার শাখা সড়কের পাশে রেখেছিল চালক। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর ভ্যানটির চালক ও মালিককে খুঁজছে পুলিশ।
শিরোনাম
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
নারায়ণগঞ্জে ট্রাক ভাঙচুর, টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন
প্রতিদিন ডেক্স
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর