দুই ফিল্ড আম্পায়ার ‘লাইট মিটার’ দেখে যখন খেলা বন্ধ করে দেন, তখনো বাকি ৮.২ ওভার। স্কোর বোর্ডে জ্বলজ্বল করছে নিউজিল্যান্ড ৫৫/৫। যদি আলোর স্বল্পতায় খেলা বন্ধ না করতেন আম্পায়ারদ্বয়, স্কোর বোর্ডের চিত্রটা হয়তো অন্যরকম হতে পারত! তার পরও প্রথম দিন শেষে মিরপুর টেস্টের যে চিত্র, তাতে বাংলাদেশ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। স্পিনবান্ধব মিরপুর টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ১৭২ রান। বিপরীতে ৫৫ রান তুলতেই সফরকারী কিউইরা উইকেট হারিয়েছে ৫টি। আজ দ্বিতীয় দিন ১১৭ রানে এগিয়ে থেকে ফিল্ডিংয়ে নামবে নাজমুল বাহিনী। সফরকারীদের ইনিংসের অর্ধেক গুঁড়িয়ে দিয়েছেন দুই টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ ও সিলেট টেস্টের নায়ক তাইজুল ইসলাম। অবশ্য স্বাগতিকদের ইনিংসের ৮ উইকেট নিয়েছেন সফরকারী তিন স্পিনার। মিরপুরের স্পিন উইকেটে প্রথম দিনেই পতন হয়েছে ১৫ উইকেট। অবশ্য টেস্ট ক্রিকেটে এক দিনে সবচেয়ে বেশি ২৭ উইকেটের পতনের রেকর্ড রয়েছে। ১৮৮৮ সালে লর্ডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিন ১৫৭ রানে ২৭ উইকেটের পতন হয়েছিল। স্পিনবান্ধব সিলেটে ১৫১ রানে জিতেছিল বাংলাদেশ। গতকাল শুরু হয়েছে মিরপুর টেস্ট। মিরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক। টস জিতে চতুর্থ ইনিংসে ব্যাটিং এড়াতে চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের রাতে বৃষ্টি হয়েছে। সকালেও বৃষ্টি হয়েছে। পুরো দিন ছিল মেঘাচ্ছন্ন। এমন কন্ডিশনে টস জিতে ব্যাটিং নিয়ে একেবারে ভুল করেননি নাজমুল। যদিও টাইগারদের ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই। ৬৬.২ ওভার ব্যাটিং করে ১৭২ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। দারুণ খেলতে থাকা মুশফিক আউট হন অবিবেচকের মতো। ৪১ নম্বর ওভারের চতুর্থ বলে কাইলি জেমিনসনের বলকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন। বল ব্যাটে লেগে ক্রিজে ড্রপ খেয়ে বাইরে চলে যাচ্ছিল। তখনই মুশফিক বলটিকে হাত দিয়ে ঠেলে দেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে হাত দিয়ে ঠেলে আউট হন মুশফিক। ক্রিকেট আইনে এই আউটকে বলা হয় ‘হ্যান্ডলড দ্য বল।’ তবে ২০১৭ সালে এমসিসি এই আউটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক ‘হ্যান্ডলড দ্য বল’ বা ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিক ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটার হিসেবে এমন আউট হন। সিলেটে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক নাজমুল আউট হন ৯ রানে। শাহাদাত হোসেন দীপু ৩১, মেহেদি হাসান মিরাজ ২০ রান করেন।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
এক দিনে ১৫ উইকেটের পতন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর