দুই ফিল্ড আম্পায়ার ‘লাইট মিটার’ দেখে যখন খেলা বন্ধ করে দেন, তখনো বাকি ৮.২ ওভার। স্কোর বোর্ডে জ্বলজ্বল করছে নিউজিল্যান্ড ৫৫/৫। যদি আলোর স্বল্পতায় খেলা বন্ধ না করতেন আম্পায়ারদ্বয়, স্কোর বোর্ডের চিত্রটা হয়তো অন্যরকম হতে পারত! তার পরও প্রথম দিন শেষে মিরপুর টেস্টের যে চিত্র, তাতে বাংলাদেশ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। স্পিনবান্ধব মিরপুর টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ১৭২ রান। বিপরীতে ৫৫ রান তুলতেই সফরকারী কিউইরা উইকেট হারিয়েছে ৫টি। আজ দ্বিতীয় দিন ১১৭ রানে এগিয়ে থেকে ফিল্ডিংয়ে নামবে নাজমুল বাহিনী। সফরকারীদের ইনিংসের অর্ধেক গুঁড়িয়ে দিয়েছেন দুই টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ ও সিলেট টেস্টের নায়ক তাইজুল ইসলাম। অবশ্য স্বাগতিকদের ইনিংসের ৮ উইকেট নিয়েছেন সফরকারী তিন স্পিনার। মিরপুরের স্পিন উইকেটে প্রথম দিনেই পতন হয়েছে ১৫ উইকেট। অবশ্য টেস্ট ক্রিকেটে এক দিনে সবচেয়ে বেশি ২৭ উইকেটের পতনের রেকর্ড রয়েছে। ১৮৮৮ সালে লর্ডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিন ১৫৭ রানে ২৭ উইকেটের পতন হয়েছিল। স্পিনবান্ধব সিলেটে ১৫১ রানে জিতেছিল বাংলাদেশ। গতকাল শুরু হয়েছে মিরপুর টেস্ট। মিরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক। টস জিতে চতুর্থ ইনিংসে ব্যাটিং এড়াতে চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের রাতে বৃষ্টি হয়েছে। সকালেও বৃষ্টি হয়েছে। পুরো দিন ছিল মেঘাচ্ছন্ন। এমন কন্ডিশনে টস জিতে ব্যাটিং নিয়ে একেবারে ভুল করেননি নাজমুল। যদিও টাইগারদের ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই। ৬৬.২ ওভার ব্যাটিং করে ১৭২ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। দারুণ খেলতে থাকা মুশফিক আউট হন অবিবেচকের মতো। ৪১ নম্বর ওভারের চতুর্থ বলে কাইলি জেমিনসনের বলকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন। বল ব্যাটে লেগে ক্রিজে ড্রপ খেয়ে বাইরে চলে যাচ্ছিল। তখনই মুশফিক বলটিকে হাত দিয়ে ঠেলে দেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে হাত দিয়ে ঠেলে আউট হন মুশফিক। ক্রিকেট আইনে এই আউটকে বলা হয় ‘হ্যান্ডলড দ্য বল।’ তবে ২০১৭ সালে এমসিসি এই আউটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক ‘হ্যান্ডলড দ্য বল’ বা ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিক ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটার হিসেবে এমন আউট হন। সিলেটে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক নাজমুল আউট হন ৯ রানে। শাহাদাত হোসেন দীপু ৩১, মেহেদি হাসান মিরাজ ২০ রান করেন।
শিরোনাম
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
এক দিনে ১৫ উইকেটের পতন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর