দুই ফিল্ড আম্পায়ার ‘লাইট মিটার’ দেখে যখন খেলা বন্ধ করে দেন, তখনো বাকি ৮.২ ওভার। স্কোর বোর্ডে জ্বলজ্বল করছে নিউজিল্যান্ড ৫৫/৫। যদি আলোর স্বল্পতায় খেলা বন্ধ না করতেন আম্পায়ারদ্বয়, স্কোর বোর্ডের চিত্রটা হয়তো অন্যরকম হতে পারত! তার পরও প্রথম দিন শেষে মিরপুর টেস্টের যে চিত্র, তাতে বাংলাদেশ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। স্পিনবান্ধব মিরপুর টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ১৭২ রান। বিপরীতে ৫৫ রান তুলতেই সফরকারী কিউইরা উইকেট হারিয়েছে ৫টি। আজ দ্বিতীয় দিন ১১৭ রানে এগিয়ে থেকে ফিল্ডিংয়ে নামবে নাজমুল বাহিনী। সফরকারীদের ইনিংসের অর্ধেক গুঁড়িয়ে দিয়েছেন দুই টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ ও সিলেট টেস্টের নায়ক তাইজুল ইসলাম। অবশ্য স্বাগতিকদের ইনিংসের ৮ উইকেট নিয়েছেন সফরকারী তিন স্পিনার। মিরপুরের স্পিন উইকেটে প্রথম দিনেই পতন হয়েছে ১৫ উইকেট। অবশ্য টেস্ট ক্রিকেটে এক দিনে সবচেয়ে বেশি ২৭ উইকেটের পতনের রেকর্ড রয়েছে। ১৮৮৮ সালে লর্ডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিন ১৫৭ রানে ২৭ উইকেটের পতন হয়েছিল। স্পিনবান্ধব সিলেটে ১৫১ রানে জিতেছিল বাংলাদেশ। গতকাল শুরু হয়েছে মিরপুর টেস্ট। মিরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক। টস জিতে চতুর্থ ইনিংসে ব্যাটিং এড়াতে চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের রাতে বৃষ্টি হয়েছে। সকালেও বৃষ্টি হয়েছে। পুরো দিন ছিল মেঘাচ্ছন্ন। এমন কন্ডিশনে টস জিতে ব্যাটিং নিয়ে একেবারে ভুল করেননি নাজমুল। যদিও টাইগারদের ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই। ৬৬.২ ওভার ব্যাটিং করে ১৭২ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। দারুণ খেলতে থাকা মুশফিক আউট হন অবিবেচকের মতো। ৪১ নম্বর ওভারের চতুর্থ বলে কাইলি জেমিনসনের বলকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন। বল ব্যাটে লেগে ক্রিজে ড্রপ খেয়ে বাইরে চলে যাচ্ছিল। তখনই মুশফিক বলটিকে হাত দিয়ে ঠেলে দেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে হাত দিয়ে ঠেলে আউট হন মুশফিক। ক্রিকেট আইনে এই আউটকে বলা হয় ‘হ্যান্ডলড দ্য বল।’ তবে ২০১৭ সালে এমসিসি এই আউটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক ‘হ্যান্ডলড দ্য বল’ বা ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিক ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটার হিসেবে এমন আউট হন। সিলেটে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক নাজমুল আউট হন ৯ রানে। শাহাদাত হোসেন দীপু ৩১, মেহেদি হাসান মিরাজ ২০ রান করেন।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
এক দিনে ১৫ উইকেটের পতন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর