দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী আ হ ম মুস্তফা কামালের প্রচারণায় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন প্রার্র্থীর ছোট ভাই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। এ সময় তিনি ওই সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকের এত ভিডিও করার দরকার নেই। সারাক্ষণ খালি ছবি তোলা আর ভিডিও করার কোনো কাজ নেই। আমরা ছবি তুলতে ঢাকা থেকে লোক এনেছি।’ এরপর তিনি লালমাই বার্তার স্টাফ রিপোর্টার কাজী নিমেলের ক্যামেরাটি ছিনিয়ে নেন। এ ছাড়া দৈনিক আমাদের কুমিল্লার লালমাই প্রতিনিধি গাজী মামুনের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী দৈনিক কালের কণ্ঠের লালমাই প্রতিনিধি জহিরুল ইসলাম জহির বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নৌকার প্রচারণায় এসেছেন খবর পেয়ে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য হাজতখোলা বাজারে আসেন। সবাই ভিডিও করছিলেন। এমন সময় অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার এসে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন এবং আরেকজন সাংবাদিকের ক্যামেরা নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি ক্যামেরা ফেরত দিয়েছেন। এ বিষয়ে গোলাম সারওয়ার সাংবাদিকদের বলেন, ‘কোনো সাংবাদিককে আমি চিনিওনা আর কোনো সাংবাদিকের ক্যামেরা নিইনি। পারলে প্রমাণ করেন।’ সাংবাদিক গাজী মামুন বলেন, ‘আমি পাঁচ বছর ধরে সাংবাদিকতা করি। তিনি আমাকে না চেনার কথা নয়। তিনি এমন কেন করলেন বুঝতে পারলাম না।’ এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বলেন, ‘সাংবাদিকের ক্যামেরা নেওয়ার বিষয়টি আমি এই মাত্র জানলাম, ভুক্তভোগী অভিযোগ করলে বিষয়টা দেখব।’
শিরোনাম
- মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজি চর্চা করা উচিত: ধর্ম উপদেষ্টা
- দক্ষতা দিবসে ১১ তরুণ পেলেন জাতীয় পুরস্কার
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী