দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী আ হ ম মুস্তফা কামালের প্রচারণায় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন প্রার্র্থীর ছোট ভাই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। এ সময় তিনি ওই সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকের এত ভিডিও করার দরকার নেই। সারাক্ষণ খালি ছবি তোলা আর ভিডিও করার কোনো কাজ নেই। আমরা ছবি তুলতে ঢাকা থেকে লোক এনেছি।’ এরপর তিনি লালমাই বার্তার স্টাফ রিপোর্টার কাজী নিমেলের ক্যামেরাটি ছিনিয়ে নেন। এ ছাড়া দৈনিক আমাদের কুমিল্লার লালমাই প্রতিনিধি গাজী মামুনের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী দৈনিক কালের কণ্ঠের লালমাই প্রতিনিধি জহিরুল ইসলাম জহির বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নৌকার প্রচারণায় এসেছেন খবর পেয়ে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য হাজতখোলা বাজারে আসেন। সবাই ভিডিও করছিলেন। এমন সময় অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার এসে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন এবং আরেকজন সাংবাদিকের ক্যামেরা নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি ক্যামেরা ফেরত দিয়েছেন। এ বিষয়ে গোলাম সারওয়ার সাংবাদিকদের বলেন, ‘কোনো সাংবাদিককে আমি চিনিওনা আর কোনো সাংবাদিকের ক্যামেরা নিইনি। পারলে প্রমাণ করেন।’ সাংবাদিক গাজী মামুন বলেন, ‘আমি পাঁচ বছর ধরে সাংবাদিকতা করি। তিনি আমাকে না চেনার কথা নয়। তিনি এমন কেন করলেন বুঝতে পারলাম না।’ এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বলেন, ‘সাংবাদিকের ক্যামেরা নেওয়ার বিষয়টি আমি এই মাত্র জানলাম, ভুক্তভোগী অভিযোগ করলে বিষয়টা দেখব।’
শিরোনাম
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ