বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অলিম্পিকের অংশীদারিতে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

অলিম্পিকের অংশীদারিতে ড. ইউনূস

ইতালির মিলানে ২০২৬ সালে অনুষ্ঠেয় কর্টিনা শীতকালীন অলিম্পিকে অংশীদার ঘোষণা করা হয়েছে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সামাজিক প্রতিষ্ঠান ইউনূস স্পোর্টস হাবকে। ঢাকার ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ইউনূস সেন্টার জানায়, প্রফেসর ইউনূস মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিক এবং ইউনূস স্পোর্টস হাবের মধ্যে অংশীদারি চূড়ান্ত করতে ভেনিস ও মিলান সফর করেন। ১৮ মার্চ ভেনিস সফরের সময় অলিম্পিক কমিটির সঙ্গে এ অংশীদারি চুক্তিটি হয়। ২০২৬ সালে অলিম্পিক গেমসের অর্থনৈতিক সুযোগ থেকে সামাজিক ব্যবসা যাতে উপকৃত হয় তা নিশ্চিত করাই এ চুক্তির লক্ষ্য। প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার ধারণা এবং খেলাধুলায় তিন শূন্যের বিশ্বকে প্রচার করে তাঁর মূল বক্তৃতার মাধ্যমে অংশীদারি চুক্তির অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল ভেনিস বিশ্ববিদ্যালয়, ভেনেটো অঞ্চল কর্তৃপক্ষ ও ভেনিস শহর কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর