জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, দেশ আজ চরম সংকটে রয়েছে। অর্থনৈতিক অবস্থা নাজুক। ব্যাংকের অর্থ লোপাট হয়ে যাচ্ছে। দুর্নীতির করালগ্রাসে দেশ তলিয়ে যাচ্ছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী ফিরোজ রশিদ বলেন, জি এম কাদের বিরোধীদলীয় নেতার নামে গৃহপালিত ক্রীতদাস। ক্রীতদাসের পায়ে শিকল পরা থাকে। তাকে বিরোধীদলীয় নেতা বানানো সরকারের তামাশা। পুতুল নাচের সুতো যার হাতে থাকে সে যেভাবে নাচায় সেভাবেই নাচতে হয়। রওশন এরশাদ নির্বাচন করলে ইতিহাস অন্যরকম হতো। পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহাসচিব কাজী মো. মামুনূর রশীদ, সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য ইয়াহ ইয়া চৌধুরী।
রিফাতুল ইসলাম সাংগঠনিক সম্পাদক : দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ দলীয় মহাসচিব কাজী মো. মামুনুর রশিদের সুপারিশে রিফাতুল ইসলাম (ঝালকাঠি)-কে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করেছেন।