সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আধুনিক গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সর্বপ্রথম নজর দিতে হবে সুশাসন প্রতিষ্ঠায়। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ইত্যাদি নিয়ন্ত্রণ বা নির্মূল করা। এক্ষেত্রে মূল হাতিয়ার হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কোনোদিনই দেশে আইনের শাসন নিশ্চিত করা যাবে না। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। সোহেল তাজ বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সবার আগে প্রয়োজন গোটা পুলিশ প্রশাসনের সংস্কার এবং এটিকে রাজনীতির প্রভাব মুক্ত রাখা। আইনশৃঙ্খলা ঠিক রাখতে সবার আগে পুলিশকে কাজে ফেরাতে হবে। পাশাপাশি নজর দিতে হবে পুলিশের ১১ দফা দাবির দিকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুলিশ বাহিনীর ১১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতি দেওয়ার জন্য। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন (প্রতিটি) সদস্য যেন মর্যাদার সঙ্গে তার ওপর (ন্যস্ত) থাকা গুরু দায়িত্ব পালন করতে পারে সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তাকে সমাজে সচ্ছলভাবে চলার জন্য পর্যাপ্ত বেতন এবং সুবিধার ব্যবস্থা করে দিতে হবে। সে যেন তার ইউনিফর্ম পরতে গর্ববোধ করে এবং মর্যাদার সঙ্গে জনগণের সেবক হিসেবে তার দায়িত্ব পালন করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। সোহেল তাজ আরও বলেন, আমি বিশ্বাস করি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশকে ভালোবাসে এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে