বদলির পরও নতুন কর্মস্থলে যোগ না দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ সদর দপ্তর। আগামী ৫ নভেম্বর পর্যন্ত তাদের সময় দেওয়া হচ্ছে। তবে কর্মস্থলে যোগ না দিলে ৬ নভেম্বর থেকে স্ট্যান্ডরিলিজ করা হবে সেই কর্মকর্তাদের। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। আদেশটি স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন। জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর ২ মাসে বাংলাদেশ পুলিশের অনেক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলির আদেশে তাদের ‘অবিলম্বে’ যোগদানের কথা বলা হলেও অনেকেই যোগদান করেননি। আদেশে বলা হয়েছে, সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং তদূর্ধ্ব যেসব কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে তাদের আগামী ৫ নভেম্বরের মধ্যে পুরনো কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করতে হবে। তবে কেউ যদি ৫ তারিখের মধ্যে দায়িত্ব গ্রহণ না করেন তাদের ৬ নভেম্বর তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ডরিলিজ) করা হবে।
আদেশে আরও বলা হয়, কোনো অফিসার যদি নির্ধারিত সময়ে নতুন কর্মস্থলে যোগ না দেন স্ব স্ব ইউনিট প্রধানরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নেওয়ার পর বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে পত্রের মাধ্যমে জানানোর নির্দেশ দেওয়া হয় আদেশে।