ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসীন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কমলা হ্যারিস জয়লাভ করলে তা বাংলাদেশের জন্য মন্দের ভালো হবে। গতকাল মার্কিন নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। আমেনা মোহসীন বলেন, কমলা হ্যারিস মানবাধিকার, গণতন্ত্রসহ মানুষের মৌলিক অধিকারের বিষয়গুলো নিয়ে কাজ করেন। এসব ইস্যুতে তাকে সব সময়ই সোচ্চার দেখা যায়। ফলে বাংলাদেশের মানবাধিকারসহ চলমান গণতান্ত্রিক কাঠামোগুলোর সংস্কারের ক্ষেত্রে কমলা হ্যারিস মন্দের ভালো হতে পারেন। তিনি আরও বলেন, ট্রাম্প ভারত ঘেঁষা মানুষ। তাই ট্রাম্প নির্বাচিত হলে ভারতের একটা প্রভাব থাকবে। এ ছাড়া তিনি অভিবাসীদের ওপর কড়াকড়ি আরোপ করবেন। এটা বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর ওপর যথেষ্ট প্রভাব ফেলবে। এদিকে রোহিঙ্গা বা শরণার্থী ইস্যুতে কেউ আলাদাভাবে নতুন উদ্যোগ নেবেন না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। তিনি বলেন, তবে কমলা হ্যারিস যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করেন, তাই রোহিঙ্গা ইস্যুতে তিনি হয়তো কিছুটা ভূমিকা রাখতে পারেন। কিন্তু মিয়ানমারে বর্তমানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। ফলে এ বিষয়ে কতটুকু উদ্যোগ গ্রহণ করা সম্ভব তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।