গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জন আকাক্সক্ষা পূরণ করতে হবে। পরে নির্বাচন নিয়ে ভাবতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেটি কোনো রাজনৈতিক দলের ডাকে হয়নি। হয়নি কোনো রাজনৈতিক নেতার নেতৃত্বে। ছাত্র আন্দোলনের মাধ্যমে এই গণ অভ্যুত্থান হয়েছে। গতকাল বিকালে পটুয়াখালী শহরের নতুনবাজার এলাকায় গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাক্সক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শহরের শতাধিক সনাতনী পরিবার গণঅধিকার পরিষদে যোগ দেন।