শুধু হকি নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম স্মরণীয় দিন ছিল গতকাল। ‘মরুরাজ্য’ ওমানের রাজধানী মাসকাটে থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-২১ যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই প্রথম হকির বিশ্বকাপে খেলছে তারা। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে সাত দলের যুব বিশ্বকাপ। ভারত স্বাগতিক দল হিসেবে খেলবে। বাকি ছয় দল নির্বাচিত হয়েছে অনূর্ধ্ব-২১ যুব এশিয়া কাপ থেকে। প্রথমবার যুব বিশ্বকাপ খেলতে গতকাল থাইল্যান্ডকে হারাতেই হতো। সেই কাজটি হেসেখেলে করেছে যুবারা। লিখেছে নতুন এক ইতিহাস। এখন পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। হারলেও কোনো সমস্যা হবে না। ইতিহাস গড়ার মঞ্চ এর আগেই তৈরি করে নিয়েছে যুবারা। ১০ দলের যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে হারায় ৩-১ গোলে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ৬-০ গোলে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ড্র করে মালয়েশিয়া ২-২ এবং চীন ১-১ গোলে। গতকাল ইতিহাস লেখার ম্যাচটিতে দাপুটে খেলা খেলেন আমিরুল, আবদুল্লাহরা। প্রথম কোয়ার্টারে ২ গোল করে বাংলাদেশ। গোল দুটি করেন মোহাম্মদ জয় ও আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে একটি পরিশোধ করে থাইল্যান্ড। ব্যবধান ৩-১ করেন মোহাম্মদ আবদুল্লাহ। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান ৬-১ করে। তৃতীয় কোয়ার্টারে যুবাদের পক্ষে গোল ৩টি করেন হাসান, খান ও জয়। থাইল্যান্ড এক গোল করে। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ৭-২ করেন আবদুল্লাহ। ম্যাচের শেষ বাঁশি বাজতেই যুব বিশ্বকাপে খেলার উৎসবে মেতে ওঠেন খেলোয়াড়রা।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
থাইল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর