শুধু হকি নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম স্মরণীয় দিন ছিল গতকাল। ‘মরুরাজ্য’ ওমানের রাজধানী মাসকাটে থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-২১ যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই প্রথম হকির বিশ্বকাপে খেলছে তারা। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে সাত দলের যুব বিশ্বকাপ। ভারত স্বাগতিক দল হিসেবে খেলবে। বাকি ছয় দল নির্বাচিত হয়েছে অনূর্ধ্ব-২১ যুব এশিয়া কাপ থেকে। প্রথমবার যুব বিশ্বকাপ খেলতে গতকাল থাইল্যান্ডকে হারাতেই হতো। সেই কাজটি হেসেখেলে করেছে যুবারা। লিখেছে নতুন এক ইতিহাস। এখন পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। হারলেও কোনো সমস্যা হবে না। ইতিহাস গড়ার মঞ্চ এর আগেই তৈরি করে নিয়েছে যুবারা। ১০ দলের যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে হারায় ৩-১ গোলে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ৬-০ গোলে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ড্র করে মালয়েশিয়া ২-২ এবং চীন ১-১ গোলে। গতকাল ইতিহাস লেখার ম্যাচটিতে দাপুটে খেলা খেলেন আমিরুল, আবদুল্লাহরা। প্রথম কোয়ার্টারে ২ গোল করে বাংলাদেশ। গোল দুটি করেন মোহাম্মদ জয় ও আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে একটি পরিশোধ করে থাইল্যান্ড। ব্যবধান ৩-১ করেন মোহাম্মদ আবদুল্লাহ। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান ৬-১ করে। তৃতীয় কোয়ার্টারে যুবাদের পক্ষে গোল ৩টি করেন হাসান, খান ও জয়। থাইল্যান্ড এক গোল করে। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ৭-২ করেন আবদুল্লাহ। ম্যাচের শেষ বাঁশি বাজতেই যুব বিশ্বকাপে খেলার উৎসবে মেতে ওঠেন খেলোয়াড়রা।
শিরোনাম
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
- ১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’
থাইল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর