চট্টগ্রাম ইপিজেডের ভিতরে ‘ইউনিটি অ্যাক্সেসরিজ’ নামে একটি কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, ‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। তাৎক্ষণিক নগরীর ইপিজেড, কেইপিজেড, বন্দর ও আগ্রাবাদ স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সোয়া আটটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুুরি নেভাতে কাজ চলমান রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ছয় তলা একটি ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুনের ধোঁয়ায় একজন ব্যক্তি সামান্য অসুস্থ হয়েছিল। পরে মাথায় পানি দেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। নির্বাপণ কাজ শেষ হলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।’
বেপজার নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, সবার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে তা আগামীকাল (আজ) বসে জানা যাবে।
ফ্যাক্টরিতে (যেটিতে আগুন লাগে) কার্টন তৈরি করে। কার্টন তৈরির কাগজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যে ফ্লোরে আগুন লেগেছে, সেখানে শ্রমিক ছিল না। এ কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।