টেস্ট সিরিজ শেষ। ওয়ানডে সিরিজ চলছে। দুটি সিরিজেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ম্যাচ তিনটি হবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর। অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপজয়ী দলের সদস্য রিপন মন্ডল প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ টি-২০ স্কোয়াড : লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।