বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছে তা সন্দেহজনক। এই রোডম্যাপ জনগণের মনে প্রশ্ন তৈরি করেছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে মেপে চলার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছপা হয়নি বিএনপি। অনেকে অনেক কিছু করেছে কিন্তু বিএনপি কখনো দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির প্রত্যেক অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল সাত নভেম্বর। ৫ আগস্টের আন্দোলন শেখ হাসিনার গর্ব করার নয় পালিয়ে যাওয়ার ইতিহাস।
রিজভী বলেন, বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন। তারা কিন্তু উট পাখির ন্যায় বালির নিচে মাথা গুঁজে নেই। পতিত শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছেন সেদেশের সরকার মিডিয়াকে প্রভাব বিস্তার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। এ সময় উপস্থিত ছিলেন আতিকুর রহমান রুমন, মোকছেদুল মোমিন মিথুন, মাহমুদুর রহমান সুমন, জাহিদুল ইসলাম রনি, শুকুর মাহমুদ, কামরুজ্জামান জুয়েল, ডা. তৌহিদ আওয়াল, হাবিবুল বাশার, হাসনাইন নাহিয়ান সজিব প্রমুখ।