পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভুয়া ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক হিসেবে। তার বাবার নাম শেখ আবু নাছের হলেও সেই ভুয়া কার্ডে নতুন পরিচয়ে বাবা এখন মুদিন্দ্রনাথ মল্লিক। ইতোমধ্যে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল ভারতে গিয়ে বিধান মল্লিক নামে আধার কার্ড নেওয়ার দাবিতে যে ছবিটি পাওয়া যাচ্ছে সেটি ভুয়া। তার নেওয়া কথিত আধার কার্ডের নম্বরটি যাচাইয়ে এমন কোনো কার্ডের অস্তিত্বও পাওয়া যায়নি।
বাংলাদেশের সাবেক প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো কপালে চোখ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। রীতিমতো বিব্রতবোধ করছে দেশের সচেতন মহল। বলছে, শেখ পরিবারের এমন প্রভাবশালী সদস্যের এমন কাজ করাটা কোনোভাবেই মানায়নি। এরকম একজন ব্যক্তি হয়ে তিনি কিভাবে ভুয়া আধার কার্ড বানিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।
২০১৮ সালে খুলনা-২ সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সেখ সালাহউদ্দিন। ২০২৪ সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কাগজপত্রে তিনি সেখ সালাহউদ্দিন হলেও সর্বত্র তিনি সেখ জুয়েল নামেই বেশি পরিচিত। গত ৫ আগস্টে গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পরপরই সেখ জুয়েলসহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন। এর আগে শেখ পরিবারের অনেকেই ৬২৬ জনের মধ্যে ছিলেন সেনাবাহিনীর হেফাজতে। জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তী সময়ে সময় সুুযোগমতো ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।
সেখ জুয়েলের আধার সেই ভুয়া আধার কার্ড ঘেঁটে দেখা গেছে, তাতে সেখ সালাহউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯। আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা, শাড়াপুল শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬। এদিকে সেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হলো- সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN)। বাবা সেখ আবু নাছের। মাতা- রাজিয়া খাতুন। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্রের নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩। ঠিকানা বাসা-৩৬৩, গ্রাম/রাস্তা- শেরেবাংলা রোড, ডাকঘর-সোনাডাঙ্গা-৯১০০। সোনাডাঙ্গা, খুলনা।
এদিকে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল ভারতে গিয়ে বিধান মল্লিক নামে আধার কার্ড নেওয়ার দাবিতে যে ছবিটি পাওয়া যাচ্ছে সেটি ভুয়া। তার নেওয়া কথিত আধার কার্ডের নম্বরটি যাচাইয়ে এমন কোনো কার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। এ ছাড়া শেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র দাবিতে কথিত আধার কার্ডটির সঙ্গে যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতেও বেশ কিছু অসঙ্গতি নজরে এসেছে ফ্যাক্টওয়াচের। এর মধ্যে আছে বেশ কিছু বানান ভুল যেমন, “Governmment” (সঠিক বানান Government), “Peple’s” (সঠিক বানান People’s)।
বিশেষ দ্রষ্টাব্য: পূর্বের প্রকাশিত খবরে শেখ জুয়েলের এই আধার কার্ডটি ভুয়া- সেরকম কোনো তথ্য ছিল না। এই কার্ডের আসলে কোনো প্রকৃত অস্ত্বিত নেই। শেখ জুয়েলের কথিত সেই আধার কার্ডের নম্বরটি (৮৪৪২০৫৬৭৫৭২৬) একটি ইনভ্যালিড নম্বর। অর্থাৎ, এই নম্বরের বিপরীতে কোনো ভারতীয় আধার কার্ড নেই। ফলে কথিত এই আধার কার্ডটির বিপরীতে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
সেই ভুয়া কার্ড অবলম্বন করেই খবরটি এতে করে খবরটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ‘বিধান মল্লিক’ নামে শেখ জুয়েলের পরিচয়ে ভাইরাল ভারতীয় আধার কার্ডটি ভুয়া এবং এর কোনো অস্ত্বিত নেই।
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        