মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যানড্রু আর হেরাপ ঢাকা সফর করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ দুই কূটনীতিক আলাদা ফ্লাইটে ঢাকায় এসেই ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক পথে ফেরত আনা, আসন্ন নির্বাচন, শেখ হাসিনার বিচার, বাণিজ্যসুবিধা, রোহিঙ্গাসহ গুরুত্বপূর্ণ প্রায় সব ইস্যুতে আলোচনা হয়েছে। আজ তাঁদের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে এটাই কোনো প্রতিনিধির প্রথম সফর। সফর শেষে আগামীকাল তাঁরা ঢাকা ত্যাগ করবেন। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক মঙ্গলবার সকালে ঢাকা আসেন। নিকোল অ্যান চুলিক বর্তমানে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলেও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি না থাকায় তিনি এ দপ্তরের দায়িত্ব পালন করছেন। এ দপ্তরই মূলত বাংলাদেশসহ এ অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়গুলো দেখভাল করে। অন্যদিকে, পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যানড্রু আর হেরাপ গতকাল ভোরে ঢাকা এসে পৌঁছান। হেরাপের সঙ্গে এসেছেন মিয়ানমারের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠক শেষে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কী হবে, সেটা জানতে চেয়েছেন। পাশাপাশি আঞ্চলিক বিষয়গুলো সম্পর্কেও জানতে চেয়েছেন তাঁরা। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তাঁরা সংখ্যালঘু সম্প্রদায়, নারীর স্বাধীনতা ও শ্রম অধিকার নিয়ে কথা বলেছেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা তাঁদের অনুরোধ করেছি, আমাদের দেশ গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ সময় আমেরিকার পক্ষ থেকে যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ করা হয়েছে, সেটা যেন তাঁরা পুনর্বিবেচনা করেন। আমরা আশা করি তাঁরা এটুকু সহযোগিতা আমাদের করবেন। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে বৈঠকে কথা হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেছি। তবে সেটা ন্যায়বিচার সম্পর্কে। তারা জানতে চেয়েছেন আমরা কখন নির্বাচন চাচ্ছি। আমরা বলেছি, প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ঠিক আছে কি না দেখতে চাই। পরে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরা। পরে বৈঠক প্রসঙ্গে আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের বিষয়ে তাঁদের প্রধান ফোকাস ছিল। এ ছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বাংলাদেশের রাজনীতি সামনে কোন দিকে যাবে এবং আমাদের রাজনীতিতে দলের গঠন প্রক্রিয়া, সাংগঠনিক কার্যক্রম, আদর্শ ইত্যাদি বিষয়ে তাঁদের জানার আগ্রহ ছিল। আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি। নির্বাচনের সময় প্রসঙ্গে আলোচনার ইস্যুতে নাহিদ বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনের টাইমফ্রেম আমরা প্রাথমিকভাবে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই কী কী কাজ করে নির্বাচনে যেতে হবে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিচার, বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার ও জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া নির্বাচনের সময় নিয়ে কথা বলে লাভ নেই। তিনি বলেন, সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবগুলো সংস্কার কমিশনে দিয়েছি, সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা-সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। আমরা বলেছি যে আমরা এখানে ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এ পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। বিকালে একই মার্কিন কূটনীতিকের বাসায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
শিরোনাম
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
আপডেট:
০১:৪৪, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ঢাকায় সিরিজ বৈঠকে ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক
গণতন্ত্রে ফেরা নিয়ে আলোচনা, বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে বৈঠক, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর