ভ্রু প্লাক না করলে কী মানায়! তাই বলে যখন তখন ভ্রু প্লাক নয়। ঘন ঘন ভ্রু প্লাক চোখের জন্য কতটা উপকারী এবং বছরে কতবার করা উচিত। রইল বিস্তারিত...
ভ্রু তো চোখের রত্ন। সুন্দর ভ্রু মুখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তাই রমণীদের কাছে ভ্রু প্লাক একটা ট্রেন্ড। কিন্তু নিয়মিত আইব্রো বা ভ্রু প্লাক চোখের জন্য কি ভালো?
শোভন মেকওভার স্কিন স্টুডিও-এর প্রফেশনাল এক্সপার্ট শোভন শাহা মনে করেন চোখের ওপরের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে অনেক সময় ভিতরের ক্ষতি করে ফেলি। তিনি বলেন, ‘ঘন ঘন আইব্রো বা ভ্রু প্লাক মোটেও ঠিক নয়। চোখ এবং চোখের চারপাশের স্কিনের সমস্যাগুলোর জন্য আইব্রো বুঝে করতে হবে। তবে খুব বেশি না করাই ভালো। মোটামুটি দুই মাস ব্যবধান রেখে করাই ভালো।’
সৌন্দর্য ও স্বাস্থ্যের প্রতি সতর্ক থেকেই সবকিছু করা ভালো। তাই ভ্রু প্লাকে কী ক্ষতি হতে পারে তা জেনে রাখা উচিত।
স্কিন ইনফেকশন
মুখের স্কিন এমনিতেই নরম কোমল। আর চোখের চারপাশের স্কিন তো খুবই কোমল। তাই পারলারে ভ্রু প্লাক করার সময়, সুতার চাপে অনেক সময় ব্যথা অনুভূত হতে পারে। আর এটার পর অনেক সময় চারপাশে ইনফেকশন হতে পারে। আবার ভ্রু প্লাক করার আগে ও পরে নানারকম ক্রিম বা পাউডার ব্যবহার করা হয়। এসব বাজারি প্রোডাক্ট ভালো না হলে তা চোখের পক্ষে ক্ষতিকর। তাই ভালো প্রোডাক্ট ও দক্ষ লোকের দরকার।
চোখের ইনফেকশন
বাজারের কেমিক্যালযুক্ত নানা রকম প্রসাধনী চোখে কোনোভাবে চলে গেলে চোখের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই পারলারে যে কোনো স্কিন ট্রিটমেন্টের সময় চোখ বন্ধ রাখবেন এবং কাজ শেষে অবশ্যই ভালোভাবে চোখ ধুয়ে নেবেন। তা ছাড়া পারলারে একই প্রসাধনী নানাজন ব্যবহারের ফলেও ইনফেকশন ছড়াতে পারে।
স্কিন অ্যালার্জি
ভ্রু প্লাক করার পর সবারই স্কিন একটু লাল হয়ে যায়। আবার কিচ্ছুক্ষণ বাদে ঠিকও হয়ে যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এর থেকেও বেশি কিছু হলে ধরতে হবে আপনার স্কিনে অ্যালার্জির সমস্যা আছে। এক্ষেত্রে ভালো স্কিন ডক্টর কিংবা বিউটি এক্সপার্টের পরামর্শ নিতে পারেন।
চোখের ক্ষতি
ভ্রু প্লাক করার সময় যদি চোখ দিয়ে পানি ঝরে তাহলে বুঝতে হবে যে আপনার চোখ এটা নিতে পারছে না। এ ছাড়া ভ্রু প্লাকের সময় ব্যবহার করা ক্ষতিকর কেমিক্যালযুক্ত প্রোডাক্টে শুধু চোখের ক্ষতিই করে না, অনেক সময় দেখার সমস্যাও হতে পারে। এ ধরনের সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অযথা চোখের ওপর এত চাপ না দেওয়াই ভালো।