মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

তথ্য বিচিত্রা

তথ্য বিচিত্রা

আত্মহত্যা ঠেকাবে ফেসবুক!

আত্মহত্যা ঠেকাতে এবার উদ্যোগী হলো ফেসবুক। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ে এলো এক নতুন টুল, যা আত্মহত্যার প্রবণতা আটকাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই টুলটি শুধু আমেরিকাতেই চালু হয়েছে। অবসাদ ও তার থেকে আত্মহত্যা। তরুণ প্রজন্মের অন্যতম বড় অভিশাপ বলে জানাচ্ছেন সমাজ-বিশেষজ্ঞরা। নিজেকে শেষ করে দেওয়ার এই সর্বনাশা প্রবণতা আটকাতেই নতুন টুল এনেছে ফেসবুক। ফেসবুক ব্যবহারকারীরা অনেক সময়ই তাদের অবসাদের কথা এই সোশ্যাল সাইটের ওয়ালে তুলে ধরেন। অনেক সময় ফেসবুকে তার বন্ধু-বান্ধবরা এই অবসাদ গ্রস্ততার কথা বুঝতে পারলেও, তাদের চট করে কিছু করার থাকে না। এই সব দিক মাথায় রেখেই ফেসবুকের নতুন টুল।

 

 

সর্বশেষ খবর