জাতিসংঘ মহাসচিব বান কি মুন সন্ত্রাসকে উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির।
ফিলিস্তিনের কথা উল্লেখ করে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে বান কি মুন বলেন, নিপীড়িত জনগণের প্রতিক্রিয়া জানানো স্বাভাবিক প্রকৃতি। তবে ইসরায়েলিদের ফিলিস্তিনি কর্তৃক ছুরিকাঘাতের নিন্দাও জানান তিনি।
জাতিসংঘ মহাসচিবের এমন বক্তব্য সন্ত্রাসকে উসকে দেবে উল্লেখ করে সোমবার এক বিবৃতি দেন নেতানিয়াহু। তিনি বলেন, সন্ত্রাসের জন্য কোনো যুক্তি নেই। ভবিষ্যতে এই ধরনের ভাষা ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি সাবধান হতে হবে। দায়িত্ব ছাড়ার আগে বান কি মুনকে সুনির্দিষ্ট ও স্পষ্টভাবে কথা বলতে হবে।
গত বছরের অক্টোবর থেকে চলতি জানুয়ারি মাস পর্যন্ত সহিংসতায় ১৫৫ ফিলিস্তিনি, ২৮ ইসরায়েলি, একজন আমেরিকান এবং একজন ইরিত্রিয়ান নাগরিক নিহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব