বাংলাদেশের কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলার কড়া নিন্দা জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বাংলাদেশে যারা অস্থিরতা, বিদ্বেষ ও বিশৃঙ্খলা তৈরি করতে চায় সেই সব শক্তিকে পরাস্ত করতে ভারত সবরকম সহায়তা দেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদের দিনে হামলার ঘটনায় দু:খপ্রকাশ করে এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।
ভারতীয় রাষ্ট্রপতি আরও বলেন ‘এই লড়াইয়ে ভারত সরকার বাংলাদেশের ভাই ও বোনেদের পাশে আছে। বাংলাদেশে যারা অস্থিরতা, বিদ্বেষ ও বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে সেই সব শক্তিকে পরাস্ত করতে ভারত সবরকম সহায়তা দেবে’।
প্রসঙ্গত, গত ১ জুলাই ঢাকার অভিজাত গুলশান এলাকায় হোলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলায় ২০ জন নিহত হওয়ার পর বৃহস্পতিবার কিশোরগঞ্জে বোমা হামলার ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়।
বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৬/মাহবুব