বিশ্বজুড়ে ISIS-এর আক্রমণের একের পর এক নজির সামনে উঠে আসছে এখন। আর সেই আক্রমণের মাঝেও উঠে আসছে তাদের বর্বরতম ঘটনাগুলিরপ নজির। সম্প্রতি, এক মৃত ISIS জঙ্গির ফোন থেকে একটি ভিডিও উদ্ধার করা হয়েছে।
আর সেই ভিডিওটি তারই এক সঙ্গী সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরই তা বর্তমানে ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে ওই জঙ্গি এক কিশোরীকে পাশবিক ভাবে ধর্ষণ করছে। এই ঘটনার ভিডিওটি প্রকাশ্যে আসার পরই বর্তমানে তা ভাইরাল।