মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিককে বহিষ্কার করার কথা জানিয়েছে রাশিয়া। ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে পাল্টা এ ব্যবস্থা নিল মস্কো।
গত মাসে মস্কোয় মার্কিন এক কূটনীতিকের ওপর হামলার পর যুক্তরাষ্ট্র রুশ কূটনীতিকদের বহিষ্কার করে। তবে রাশিয়া বলেছে, গত মাসে যার ওপর হামলা হয়েছিল সে ছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র এজেন্ট।
শনিবার রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে বলেন, 'তাদের অবন্ধুসুলভ পদক্ষেপের কারণে মার্কিন দূতাবাসের দূই কর্মকর্তাকে মস্কো ছাড়তে হচ্ছে। কূটনৈতিক মর্যাদার সঙ্গে তাদের কর্মকাণ্ডের অসংগতির কারণে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।'
রিয়াবকভ জানান, অবাঞ্ছিত ঘোষিত দুই ব্যক্তি সিআইএ’র লোক ছিল। তিনি আরো বলেন, 'আমরা আশা করি ওয়াশিংটন তার রুশবিরোধী একগুঁয়ে কাজকর্ম সংশোধন করবে। যদি এরপরও তারা বিষয়টি নিয়ে সামনে এগুতে চায় তাহলে তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।'
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৬/শরীফ