আফ্রিকার চারটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল শনিবার রাতের শেষ দিকে তানজানিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির দারেস সালাম বিমানবন্দরে পৌঁছলে তাকে সেখানে স্বাগত জানান প্রধানমন্ত্রী কাসিম মাজালিভা ও পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড মেমবে। এ সফরে মোদি দেশটির প্রেসিডেন্ট জন পমবে জোসেফ মাগুফুলির সঙ্গে অর্থনীতি, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইট বার্তায় একথা জানান। খবর পিটিআই'র
নরেন্দ্র মোদি ৫ দিনে ৪টি আফ্রিকার দেশ সফরে আছেন। ইতোমধ্যে তিনি মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেছেন। দক্ষিণ আফ্রিকার ডারবান থেকেই তিনি দারেস সালাম পৌঁছান। সফরের শেষ পর্বে তিনি কেনিয়া যাবেন। আফ্রিকার সঙ্গে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদার করাই তার এ সফরের মূল লক্ষ্য।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৬/শরীফ