অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের নেতৃত্বাধীন লিবারেল/ন্যাশনাল জোট পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে। দেশটির বিরোধী লেবার দলের নেতা বিল শর্টেন নির্বাচনে পরাজয় স্বীকার করে নেওয়ায় ক্ষমতাসীন জোটের সরকার গঠনের পথে আর কোনো বাধা নেই। নির্বাচনে ১৫০ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে লিবারেল/ন্যাশনাল জোট ৭৪টি অাসন পেয়ে এগিয়ে রয়েছে। তাদের আরো ২টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর লেবার পেয়েছে ৬৬ টি আসন। আর ৫টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের দরকার ৭৬টি আসন। দেশটির জাতীয় টিভি চ্যানেল এবিসি তাদের এক পূর্বাভাসে এ তথ্য দেয়। খবর এএফপির
নির্বাচনের ৮ দিন পর পরাজয় স্বীকার করে নিলেন লেবার নেতা বিল শর্টেন। তিনি আজ মেলবোর্নে সাংবাদিকদের বলেন, 'এটা স্পষ্ট যে মি. টার্নবুল ও তার জোট নতুন সরকার গঠন করতে যাচ্ছে।' তিনি আরো বলেন, 'তাই এর অাগে আমি আজ অপরাহ্ণে মি. টার্নবুলের সঙ্গে কথা বলে তাকে ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছি এবং আমার সেরাটা তাদের জন্য কামনা করেছি।'
নিজ দল লিবারেলের অভ্যন্তরণী এক ভোটাভুটিতে সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে হারিয়ে প্রধানমন্ত্রী হন মি. টার্নবুল। ২০১৩ সালের পর থেকে তিনি হলেন দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৬/শরীফ