সৌদি আরবে সুন্দরী কুকুর প্রতিযোগিতার আয়োজন করায় দায়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি দেশটির বন্দরনগরী জেদ্দা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ব্রিটেনের ডেইলি মেইল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জেদ্দার সবচেয়ে সুন্দর কুকুর’ হ্যাশট্যাগ দিয়ে কয়েকজন লোক সুন্দরী কুকুর প্রতিযোগিতার আয়োজন করে। কিন্তু স্থানীয় একটি পত্রিকায় সংবাদটি প্রকাশিত হওয়ার পর পুলিশ ২ আয়োজককে গ্রেফতার করে পুলিশ।
তবে এর আগেই প্রতিযোগিতায় অংশ নেওয়া কুকুরদের মধ্যে ১০টিকে সবচেয়ে সুন্দর হিসেবে নির্বাচিত করা হয়। আর সেরা তিন কুকুরের মালিককে পুরস্কৃত করা হয়।
এদিকে, মক্কা ও মদিনা কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, জেদ্দা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তারা এ ধরণের ইভেন্টের অনুমোদন দেবে না। একই সঙ্গে এই আয়োজকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ এবং শাস্তির ব্যবস্থা করবে।
সৌদি আরব কুকুর প্রীতি হিসেবে পরিচিত নয়, কারণ দেশটির কিছু সংখ্যাক মুসলমান পশুদের অপবিত্রতার শামিল মনে করেন।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৬/মাহবুব