উসকানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে ভারতীয় বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের ‘পিস টিভি বাংলা’র সম্প্রচার নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এক ট্যুইট বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার জাকির নায়েকের ‘পিস টিভি’ সেদেশে নিষিদ্ধ করেছে। শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মেয়ে হিসেবে যোগ্য কাজ করেছেন’।
প্রসঙ্গত, গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২২ জনের মৃত্যুর পর জাকির নায়েকের নাম উঠে আসে। বাংলাদেশের তদন্তকারীরাও জানান, হামলাকারী ৭ জঙ্গির মধ্যে ২ জঙ্গি রোহন এবং নিব্রাস জাকির নায়েকের ভাষণ শুনে অনুপ্রাণিত হয়েছিলেন। জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই তাঁর বিরুদ্ধে বাংলাদেশ সরকার তদন্তের সিদ্ধান্ত নেয়। পিস টিভিতে জাকিরের ভাষণের মধ্যে কোন উস্কানিমূলক মন্তব্য রয়েছে কি না তা খতিয়ে দেখতে ভাষণের সিডি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার জাকির নায়েকের পিস টিভি বাংলা চ্যানেলের সম্প্রচার বন্ধের আদেশ জারি করে দেশটির তথ্য মন্ত্রালয়।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৬/ আফরোজ