যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছিলেন। ব্যক্তিগত ই-মেইল ব্যবহারর জন্য অনেক বিতর্কের সৃষ্টি হয়। এই নিয়ে সৃষ্ট বিতর্ক ইস্যুতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কাছে দ্রুত পুরোপুরি সমাধান দাবি করেছেন তিনি।
হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যুটি এমন সময় আবার আলোচনায় আসলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন মাত্র ১০ দিন বাকি। এফবিআই পরিচালক জেমস কোমি শুক্রবার হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ফের নতুন করে তদন্তের নির্দেশ দিলে হিলারি এই দাবি জানান।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন বলেন, ‘ভোট চলে আসছে। সুতরাং, আমেরিকান জনগণ এ বিষয়ে খুব দ্রুত পরিপূর্ণ আসল বিষয় জানতে চায়। আজ্ঞাবাহ এফবিআই’র ব্যাখা প্রশ্নবিদ্ধ হয়েছে। যাহোক, এ বিষয়ে আর যেন বিলম্ব না হয়।’
এফবিআই’র অভিযোগ অনুযায়ী- ফেডারেলের আইন ভঙ্গ করে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করে ২০০৯-১৩ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটন বেশ কিছু গোপন তথ্য আদান প্রদান করেছেন। যা অপরাধমূলক কাজ।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/তাফসীর