আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) চার মাস ছিলেন তারা তিন জন। অবশেষে রবিবার নিরাপদে পৃথিবীতে ফিরেছেন এই তিন নভোচারি। রাশিয়া মিশন কন্ট্রোল এ খবর নিশ্চিত করেছে।
এই তিন নভোচারিরা হলেন যুক্তরাষ্ট্রের কেট রুবিন্স, রাশিয়ার রসকসমসের আনাতোলি ইভানিশিন ও জাপান মহাকাশ অন্বেষণ সংস্থার তাকুয়া ওনিশি।
তিন নভোচারি কক্ষপথের পরীক্ষাগারে ১১৫ দিনের মিশনে ছিলেন। তাদের বহনকারী একটি ফ্লাইট রবিবার তুষারপাতের মধ্যে কাজাখস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেকাগান শহরে অবতরণ করে।
এই মিশনে ইদুরের উপর মহাকাশে ভাইরাস ও ব্যাকটেরিয়ার ডিএনএর প্রভাব নিয়ে গবেষনা চালান এই তিন নভোচারী। নাসা জানিয়েছে মহাকাশে অসুস্থতা নির্ণয়ে এই গবেষণা অবদান রাখবে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/তাফসীর-১৮