ফ্রান্সে তৈরি রাফায়েল যুদ্ধবিমান আনার তোড়জোড় করে ভারত যখন চীন ও পাকিস্তানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে, তখন নতুন যুদ্ধবিমান জে-২০ প্রদর্শন করে ভারতের উপর পাল্টা চাপ ফিরিয়ে দেওয়ার কৌশল নিল চীন।
চীনের 'জুহই এয়ার শো'য়েই প্রথম জনসমক্ষে এল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই যুদ্ধবিমানটি। শুধু চোখের দেখা নয়, যুদ্ধ-মহড়ায় জে-২০-র শক্তিও জাহির করল চীন। বেজিং-এর সামরিক শক্তি আস্ফালনের পরিধি যে আরও বিস্তৃত হল, সোমবার জে-২০র মহড়ার পরই তা সদর্পে ঘোষণা করে বিমানটির প্রস্তুতকারী সংস্থা।
যুদ্ধবিমানটি প্রস্তুতকারক চীনের রাষ্ট্রীয় মহাকাশ কোম্পানি AVIC-র প্রেসিডেন্ট তান রুইসং দাবি করেন, এদিন জে-২০র ক্ষমতা দেখতে বিশ্বের সব দেশগুলির কৌতূহলী নজর ছিল জুহই এয়ার শোয়ের দিকে। কারণ, এদিনই ছিল জে-২০-র প্রথম জনসমক্ষে প্রদর্শন।
জানা গেছে, ফ্রান্সের রাফায়েল জেটের মতো জে-২০-ও দূরপাল্লার মিসাইল বহনে সক্ষম। শুধু তাই নয়, দ্রুততায় চুপিসারে লক্ষ্যে আঘাত হানতে পারে। এই যুদ্ধবিমানের মাধ্যমেই চীন বুঝিয়ে দিল, তারা শুধু এশিয়ার শক্তি নয়, প্রয়োজনে আমেরিকার সঙ্গেও পাঙ্গা নিতে পারে।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল-০৭