সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছেন, নির্বাচনে জিততে যদি ইলেক্টোরাল কলেজ পদ্ধতির পরিবর্তে তথাকথিত জনপ্রিয় ভোট হিসাব করা হত, তাহলে জয় পাওয়া আমার জন্য অনেক সহজই হত। কেননা আমাকে তখন ১৫টি রাজ্যের পরিবর্তে শুধু ৩-৪টি রাজ্যে নির্বাচনী প্রচারণা চালালেই চলত। তিনি আরো বলেন, গত ৮ই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আমিই জনপ্রিয় ভোটে জিতেছি যদিও অবৈধভাবে প্রদান করা লাখ লাখ ভোট বাদ দেয়া হয়েছিল। খবর বিবিসির।
জানা যায়, উইসকনসিন অঙ্গরাজ্যে ডেমোক্রেট দলের প্রার্থী ক্লিনটনের প্রচারণা শিবির ভোট পুনর্গণনায় গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে সমর্থন করার পরই ডোনাল্ড ট্রাম্প এই দাবি করলেন। অবশ্য প্রয়োজনীয় সংখ্যক ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এই রিপাবলিকান তাঁর দাবির সপক্ষে আজও কোন প্রমাণ তুলে ধরতে পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার