পাকিস্তানের নতুন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সম্পর্কে নিজেদের সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান বিক্রম সিং। ভারতের সাবেক এই সেনাপ্রধানের অধীনে জাতিসংঘ মিশনে কাজ করেছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।
অবসরপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান জেনারেল সিং বলেন, কামার জাভেদ পুরোপুরি পেশাদার একজন মানুষ। কঙ্গোতে যখন এক সঙ্গে কাজ করছিলাম তখন তার অসাধারণ কর্মদক্ষতার পরিচয় পেয়েছি। ভারত সীমান্তের সবদিকেই তিনি কাজ করেছেন। দুই দেশের ভূখণ্ড এবং সেগুলোর অবস্থা সম্পর্কে তিনি খুব ভালো জানেন। নতুন এই সেনাপ্রধান সম্পর্কে ভারতকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
আগামী ৩০ নভেম্বর পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন কামার জাভেদ বাজওয়া।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা