নোট বাতিলকে কেন্দ্র করে আজ দফায় দফায় হট্টগোল বেঁধেছে ভারতের সংসদে। উভয় কক্ষেই এ গোলমাল চলে। ফলে একাধিকার রাজ্য সভা ও লোকসভার অধিবেশন বন্ধ করতে হয়েছে। বিরোধিদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে উপস্থিত হয়ে নোট বাতিলের জন্য ক্ষমা চাইতে হবে। খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
সোমবার সকাল ১০ দিকে বিরোধী দলের সঙ্গে লোকসভায় আলোচনায় বসেন রাহুল গান্ধী। নিজের দলের সাংসদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সংসদে উপস্থিত হয়ে বিএসপি নেত্রী মায়াবতী বলেন, বেশ কয়েকটি দল আজ ভারত বনধের ডাক দিয়েছে। কিন্তু মোদি নোট বাতিল করে কার্যত দেশকেই বন্ধ করে দিয়েছেন মোদি। এরপরেই নোট বাতিল নিয়ে ঝামেলা শুরু হয় সংসদের উভয় কক্ষে।
ভারতের সংসদে শীতকালিন অধিবেশন শুরু হওয়ার পর থেকে এখনও সংসদে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। এতসব হট্টগোলের কারণ আজ অধিবেশন শুরু হওয়ার পরেই ৩০ মিনিটের জন্য মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা। গোলমালের কারণে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভাও।
এদিকে সংসদ ভবনের সামনে আন্দোলনে নেমেছে কংগ্রেস। গুলাম নবি আজাদ নামের এক নেতা সংসদে ক্ষমা চাইতে বলেছেন মোদিকে। রাজ্যসভায় প্রধানমন্ত্রীর না আসাকে 'সংসদের অপমান' বলে আখ্যা দেন বিরোধী নেতারা। এর প্রেক্ষিতে রাজ্যসভাব অধিবেশন আবারও বন্ধ ঘোষণা করা হয়। দুপুর ২টায় পূনরায় শুরু হবে অধিবেশন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা