জাতিগত সহিংসতায় গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে কমপক্ষে ৩৪ বেসামরিক মানুষ নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার এই ঘটনা ঘটে। জানা যায়, গোলযোগপূর্ণ দেশটির পূর্বাঞ্চলে জমির মালিকানা, জাতিগত দ্বন্দ্ব ও খনিজ সম্পদকে কেন্দ্র করে নান্দে ও হুতু গোষ্ঠীর মধ্যে প্রায় দুই দশক ধরে চরম সংঘাত ও উত্তেজনা বিরাজ করছে।
হামলায় ৩৪ বেসামরিক মানুষ নিহত হয়েছে। হুতু সংখ্যাগরিষ্ঠ লুহাঙ্গা গ্রামের একটি শরণার্থী শিবিরে জাতিগত নান্দে মিলিশিয়ারা এই হামলা চালায় বলে জানান স্থানীয় কর্মকর্তা জোয় বোকেলে। তিনি বলেন, তারা এফএআরডিসির (ডিআর কঙ্গোর সৈন্য বাহিনী) অবস্থান লক্ষ্য করে প্রথমে হামলা শুরু করে। একপর্যায়ে মিলিশিয়াদের অপর একটি দল বেসামরিক লোকজনের উপর ধারালো অস্ত্র ও বন্দুক হামলা চালিয়ে তাদের নির্বিচারে হত্যা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার