মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ননগড়হার প্রদেশে রবিবার ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের নয় জঙ্গি নিহত হয়েছে। আজ আফগান সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ননগড়হার প্রদেশের পার্শ্ববর্তী এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ওই বিমান হামলায় আইএস সন্ত্রাসী গ্রুপের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ একটি বাঙ্কার ধ্বংস হয়।
মার্কিন নেতৃত্বাধীন জোটের এ বিমান হামলা এতোই নির্ভুল ছিল যে এতে বেসামরিক নাগরিকের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও বিবৃতিতে জানানো হয়। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে এভাবে নির্ভুল হামলা চালালে প্রত্যন্ত এলাকায় সন্ত্রাসী নেটওয়ার্কের কর্মকাণ্ডগুলো দুর্বল হয়ে যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার