ভারতে পুরনো নোট বাতিল নিয়ে নিত্য নতুন খবর তৈরি হয়েই চলেছে। কখনো সংসদে হট্টগোল, কখনো নোট বদলাতে গিয়ে মৃত্যু। এবার খবর হলো মুম্বাইয়ের এক বৃদ্ধের ৫৭ লক্ষ ৫০ হাজার রুপির পুরনো নোট বদলানোর নাম করে নিয়ে লাপাত্তা হয়ে গেছে বাটপারের দল। ৬৩ বছরের বৃদ্ধ বাইকুল্লা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। এই নিয়ে একটি বিশেষ তদন্ত দলও গঠন করা হয়েছে।
জানা গেছে, সিরাজ দালাল নামে এক ব্যবসায়ী মীরজ আলি ওরফে ড্যানি ও তার ৩ সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, বাড়ি কেনার জন্য আমার কাছে পুরনো নোটে অনেক টাকা ছিল। সেগুলি আমি বদলাতে চেয়েছিলাম। সেই সূত্রেই গত ১২ নভেম্বর আমার আলির সঙ্গে পরিচয়।
সেদিন আলি তিন সঙ্গীকে নিয়ে গাড়িতে করে মুস্তাফা বাজারে আসে। বাকী তিনজনের পরিচয় করিয়ে দেয় আলি। জানায়, একজনের নাম জনি, আর একজনের নাম সুফিয়ান ও তৃতীয় ব্যক্তি তার ড্রাইভার। সিরাজের কথায়, আলি জানায় সে পুরনো টাকা বদলে সাহায্য করতে পারবে না। তবে এই পুরনো নোটে বাড়ি কিনতে সাহায্য করতে পারে। একইসঙ্গে সেদিনই পুরো টাকা দেওয়ার জন্য আলি চাপ দেয়। বলে টাকার ব্যাগ আলির গাড়িতে রেখে দিতে। সেইমতো ব্যাগ রেখে সিরাজ নিজের গাড়ির দিকে এগোতেই কিছু বোঝার আগেই গাড়ি নিয়ে চম্পট দেয় আলি ও তার সাঙ্গপাঙ্গরা। তারপর থেকে আলির মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ