ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। আইএস জঙ্গিরা ইসরায়েলের সৈন্যদের লক্ষ্য করে মেশিনগান ও মর্টার থেকে গুলি ছুড়েছে। তবে এতে কোনো ইসরায়েলি সৈন্য হতাহত হননি। খবর নিউ ওয়ার্ক টাইমস এর।
জবাবে ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি চালান। তাদের সহায়তা দিতে পরে যুদ্ধবিমানও আসে। এতে চার জঙ্গি নিহত হয়। গতকাল রবিবার গোলান মালভূমিতে এ ঘটনা ঘটে। আইএসের এই হামলার পর থেকে সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার জানান, সেনাদের ওই দলটি ছিল গোলানি ব্রিগেডের। ইসরায়েলের সাবেক জেনারেল নিটজান নুড়িয়াল বলেছেন, ‘ইসরায়েল সীমান্তে আইএসের এভাবে সরাসরি আক্রমণের ঘটনা এটিই প্রথম।’
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫