পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের বিরুদ্ধে বালোচ নেতা নবাব আকবর খান বুগতিকে হত্যার ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। ২০০৬ সালে মিলিটারি অপারেশনে ওই নেতাকে খুন করা হয়েছে।
সোমবার বালোচিস্তান হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আকবর বুগতির ছেলে জামিল বুগতির করা মামলার শুনানি ছিল এদিন। ডিভিশন বেঞ্চে ছিলেন বিচারপতি জামাল মান্দোখাইল ও বিচারপতি জাহিরুদ্দিন কাকার। যদিও নিরাপত্তার কারণে আদালতে যাননি আবেদনকারী।
জামিল বুগতির আইনজীবীর অভিযোগ মতে, একাধিকবার আদেশের পরেও সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ আদালতে হাজির হননি। চলতি বছরের মার্চে পাকিস্তান সরকার মোশারফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়।
২০০৬ সালে ২৬ আগস্ট এক সেনা অপারেশনে আকবর বুগতিকে হত্যা করা হয়। বালোচিস্তানের কোহলুতে পাহাড়ে অভিযান চালায় পাক সেনা। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে বালোচরা।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৭