বারবার আলোচনায় এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবারও এলেন, তবে একটু ভিন্ন আঙ্গিকে। কয়েক সেকেন্ডে ট্যুইটার ফলোয়ারদের কাছে হাঁসির খোরাক হয়ে উঠেছেন তিনি।
যখন ট্যুইটারে কেজরিওয়াল বিজেপির মন্ত্রিসভার সদস্য মহেশ শর্মাকে ট্যুইটারে আক্রমণ করেন, তখন থেকেই ঘটনার সূত্রপাত। তাকে জিজ্ঞাসা করেন, ৫০০-১০০০ টাকার নোট বাতিলের পরেও কেমন ভাবে নিজের মেয়ের বিয়ে আড়াই লাখ টাকায় দিচ্ছেন মন্ত্রী।
কিন্তু ঘটনাটি উল্টে যায়, মহেশ শর্মার পাল্টা ট্যুইটে। তিনি কেজরিকে জানান, ওটা তার মেয়ের নয় ছেলের বিয়ে ছিল। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রীকে তথ্য যাচাইয়ের পরামর্শও দেন বিজেপির মন্ত্রিসভার এই সদস্য। স্বভাবতই ট্যুইটারে ভাইরাল হয়ে যায় কেজরি ও মহেশ শর্মার ট্যুইট। এ নিয়ে অনেকেই হাঁসির পাত্র বানান কেজরিকে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল