আবারও বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার দেশটির ওহিও বিশ্ববিদ্যালয়ের চত্বরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১১ জন। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ আব্দুল আলী আরতান নামের ওই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। হামলাকারী আব্দুল আরতান একজন সোমালিয়ান উদ্বাস্তু বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল